রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:১১, ২৭ জুলাই ২০২০

কবিতা

আমার বড্ড তাড়া আছে 

আমার বড্ড তাড়া আছে 

ছবি: ইন্টারনেট


আমার বড্ড তাড়া আছে
তাড়া আছে ঘুমানোর আগে পড়ন্ত মেঘলা বিকেলে
হৃদয়ের জমাটবাঁধা রক্ত
নয়নের নোনা জলে গুলিয়ে
হৃদয়ের ধমনী এক ছিঁড়ে ফেলে কলম বানিয়ে
তাদের কথামালা লিখবার,
 
যাদের কথা কোনোদিন শোনেনি কেও
লিখা হয়নি কনো অমর কবিতায়
হৃদয়ের রক্তঝরা ঝরঝরে  যতো সব কিচ্ছা,
ম’রে গেছে যারা একদা চপলা অজানা ঝর্নার মতো
অনাদরে –অগোচরে,  এখনো লাগাতার ম’রছে; 

তাড়া আছে আমার ঢের তাড়া আছে
তাড়া আছে সাগরের সৈকত চুমে যাওয়া
ঢেউয়ের কানে কানে ফিসফিস ক’রে
কয়েকটি কথা বলার
তাড়া আছে
কান খাড়া ক'রে সেই সব মানুষের
অনেক কথা শোনার, যাদের আদিবাস
জবরদখল ক’রে
করেছে তাদের অচেনা পরদেশী
গড়েছো গাদা গাদা কঙ্কালের উপর রক্তরাঙা
চিরসুখের বাসর;

তাড়া আছে-
মরুসাইমুমের সামনে দাঁড়িয়ে জোরে জোরে
ওই সব নিষ্পাপ অভুক্ত শিশুদের
জন্য অনেক কথা বলার
যারা স্বার্থের মারপ্যাঁচে
নিষ্ঠুর পৃথিবীর নজিরবিহীন নির্মমতার শিকার
বিকশিত হবার আগেই ঝ’রে গেছে
এখনো ঝরছে বিষাক্ত কীটচোষা কুঁড়ির মতো; 

তাড়া আছে বিশাল বাঁওড়ের জলে
ভেসে থাকা একঝাঁক অতিথি পাখির
নরম ফ’রে ঠোঁট রেখে কান পেতে কিছু
কথা বলার-
কিছু কথা শোনার, বেশ
তাড়া আছে; 

তাড়া আছে
সকালের সূর্যকে সন্ধ্যায় ফোটা ফুলদের
কিছু কথা বলার
অস্তগামী সূর্যের আর ভোরের বাউরি বাতাসে ঝ’রে যাওয়া
এক কানন ফুলের করুণ রোদন শোনার আমার
আচ্ছা তাড়া আছে; 

তাড়া আছে কড়া রোদের চড়া আঁচে তৃষ্ণার্ত
কৃষকের সাথে একদণ্ড ঝটপট কথা বলার
ঘর্মাক্ত শ্রমিকের সাথে কোলাকুলির
ফাঁকে কিছু কথা শোনার বড্ড তাড়া আছে; 

তাড়া আছে কফিনের লাশের
মুখে অতি আদরে শেষ চুমুটি খাওয়া
বিলুপ্তপ্রায় শকুনের ঠোঁটে কান পেতে
আদি আখ্যান শোনার

তাড়া আছে-
অস্পর্শ্য যতো সব জনপদের মানুষের
অনাদিকালের  লড়াকু জীবনগাথা শোনার
যেখানে নগ্ন সভ্যতার ধ্বজাধারী কোনো
ঋষি এখনো ছলনার আলোয় করেনি আলোকিত
বিষিয়ে তোলেনি তাদের নিখাদ সংস্কৃতি; 

তাড়া আছে ফসিল হবার আগে ফসিলের মুখে কান রেখে
কিছু কথা শোনার
কোন বুনো সভ্যতার কোন বুনো অস্ত্রাঘাতের যন্ত্রণায়
ক্যাকাতে ক্যাকাতে শ্রান্ত হ’য়ে চিরতরে ঘুমিয়ে আছে

কোটি কোটি বছর ধ’রে নরকপৃথিবীর আনাচে কানাচে
এ-সব কথা শোনার আর অল্প কিছু কথা বলার
আমার জবর তাড়া আছে

আলোকিত রাঙামাটি