রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:০৭, ১ আগস্ট ২০২০

ঈদের বিকেলে বৃষ্টি হতে পারে

ঈদের বিকেলে বৃষ্টি হতে পারে

ফাইল ছবি


বর্ষার আকাশে কখনো কালো মেঘ আবার হঠাৎ রোদের দাপট। সপ্তাহজুড়েই চলছে প্রকৃতির এমন খামখেয়ালিপনা। তাই সবারই আগ্রহ কেমন যাবে ঈদের দিন। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাব না পড়লেও আজ বিকেলে রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। 

দেশের উত্তর ও পূর্বাঞ্চলে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দেশের আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে।

আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান বলেন, ঈদের দিন রাজধানীসহ সারা দেশে সহনীয় তাপমাত্রার পাশাপাশি বিকেলের পর হতে পারে হালকা বৃষ্টি। বৃষ্টিপাতের ধরণটা হবে হালকা থেকে মাঝারি ধরনের এবং সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে  মাঝারি ধরণের ভারী বর্ষণ হবে। 

সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনাই বেশি।

বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলেও জানান এই আবহওয়াবিদ।

আলোকিত রাঙামাটি