রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৮:৫৩, ১২ মার্চ ২০২০

স্থগিত বাংলাদেশ গেমস

স্থগিত বাংলাদেশ গেমস

বাংলাদেশ গেমসের লোগো


মহামারী আকার ধারণ করেছে বর্তমান বিশ্বের আতঙ্ক করোনাভাইরাস। প্রতিনিয়ত তা ছড়িয়ে পড়ছে ভিন্ন ভিন্ন দেশে। বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। ছোট করে আনা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সকল অনুষ্ঠান। নির্ধারিত সময়ে হচ্ছে না এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি। এআর রহমানের কনসার্টও স্থগিত। এবার স্থগিত করা হলো দেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমসও।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা জরুরী সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই স্থগিত করা হয়েছে বাংলাদেশ গেমসের নবম আসর।

করোনাভাইরাসের প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে ক্রীড়াঙ্গনে। একের পর এক বাতিল হচ্ছে আন্তর্জাতিক ইভেন্ট। আসন্ন অলিম্পিক গেমস নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। 

আগামী ১-১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমসের।  তবে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে  স্থগিত করা হয়েছে এ ইভেন্ট।

কারণ অনেক মানুষের জনসমাগম হবে এ ক্রীড়া আসরে। তা ঝুঁকি নিতে চায় না বিওএ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়