রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:১৬, ১৩ জুন ২০২০

স্বরলিপি’র কবিতা

স্বরলিপি’র কবিতা

শিল্পী : শাহাবুদ্দীনের তুলিতে বঙ্গবন্ধু


জনক
হে মানুষ, স্মরণ আছে তোমার আদি পিতার নাম? দৃষ্টি দাও ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের দিকে, যাদেরকে তুমি আত্মীয় অথবা অনাত্মীয় মনে করো। যদিও তুমি আদি পিতাকে অস্বীকার করতে পারো না। 

এবার অজস্র ভোরের ভেতর থেকে আসতে দাও পূর্বপুরুষের ধ্বনি। প্রতিধ্বনি দাও। ঠিক পাথরের মতো, যেন কোনো পাহাড়ের পদতল ঘেঁষে দাঁড়িয়ে আছো একালের একজন। মনে করো পিতামহ, এবং পিতার মুখ। স্বীকার করো আমাদের পিতারা তাদের স্বীয় স্বীয় স্থানে অধিষ্ঠীত। 

আর বলো-
তাহলে কি করে বাংলাদেশের স্বাধীনতার জনককে অস্বীকার করতে পারো?

তোমরা কি তার ৭ই মার্চের ভাষণ শোনোনি?

*

মানুষের ওজন হারানোর গল্প

মানুষের খুলিসদৃশ্য এক ফুলদানি ঘরে আনার পর
ধীরে ধীরে বদলেছে ঘরের আসবাব-তৈজস।
অনুরাগ রাগে পরিণত হলে
প্রিয় মানুষটি যেমন বদলায়
চোখ, কান, নাক
হাঁটার ভঙ্গি 
বদঅভ্যাস।

রাগ অনুরাগে পরিণত হলে
জলে পা ডুবিয়ে গাওয়া গান
তার সুরের দু-এক আনা কি খয়ে পড়ে কোথাও
খোলস, খোলস আর খোলসের ভেতর 
গোলাপী পানি
সুরের ধ্বনির মতো কাঁপা কাঁপা অনুগমন।

বিলুপ্ত পাখিদের পরিযায়ী গল্প
অগন্তি ম্যাচবাক্স
বাক্স আর বাক্সে আমাদের নিবাস।

*

মানুষ নামের গ্রাম
একদল বিশ্বাস করে দোয়েল পাখি সুন্দর। এরেকদল শালিকপাখির শিল্পজয়ের শক্তিতে বিশ্বাসী। কেউ ভালোবাসে কাক-নাগরিকের খাঁচায় কাকের পোষ মানানোর বিষয় নেই। অপরিচ্ছন্ন জীবনের যতো আবর্জনা কাক পাখিরা তা নিয়ে যাবে একদিন-এই বিশ্বাস তাদের প্রবল। এভাবে বিশ্বাসীরা সংখ্যাগোরিষ্ঠ।

কিন্তু প্রতিটি পূর্ণিমায় যখন নিকটবর্তী নদীতে জোয়ার আসে, তারা অন্যের দিকে এগিয়ে দেয় নিজেদের বিশ্বস্ত সুন্দরের উপমা। একে একে বিচ্ছিন্ন হতে থাকে, ঘৃণা বর্ষণ করে আর অভিশাপ দেয়।

এরপর নিজেদের সারি থেকে অনেককে সরে যেতে দেখে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘুঙ্গুর বাজায়। রক্তাত্ব হয়। বাজি ধরে বলে, শেষ পর্যন্ত যে টিকে থাকবে কেবলমাত্র সেই বিশ্বাসী। এরপর তারা সংখ্যালঘু হতে থাকে। অমাবশ্যায় ফের জোয়ার আসবে এ আশায় থাকে কেউ কেউ।

*

গতিগ্রস্ত
ধারালো ব্লেড ছুঁয়ে একচিলতে আলো ঘুরে বেড়ায় ভাবনার কক্ষপথ। অন্ধকারে ফোটে ফুল।
থেমে থাকা না থাকা মানুষ আর মানুষের নাম, হওয়ায় মিঠাই গল্পের বুঁদবুঁদ। ও পরস্পর বিরোধি গোলাপ।
প্রেমের দ্যুত। তোমার শরীরে ফোঁটা ফোঁটা নরম আলো।

আলোকিত রাঙামাটি