রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৩৪, ২৬ অক্টোবর ২০২০

‘৫ টাকার সবজি বিতরণ’

‘৫ টাকার সবজি বিতরণ’

'মানুষ মানুষের জন্য' প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে-অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।

এখনও যুদ্ধ নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।

এমনই মানবতার কাজ চালিয়ে যাচ্ছে মানবতার ঘর- The House oF Humanity কিছু তরুণ-তরুণী।

তাঁরা চট্টগ্রাম শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুবিধা বঞ্চিত অসহায় মানুষের স্বপ্নপূরণের লক্ষ্যে পাঁচ টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের সবজির আয়োজন করেছেন "মানবতার ঘর- The house of Humanity" এর চট্টগ্রাম ইউনিটের পক্ষ থেকে।

রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর ২নং গেইট, টেকনিক্যাল মোড়, ঝাউ তলায় এই আয়োজন করেছেন "মানবতার ঘর- The House Of Humanity" এর চট্টগ্রাম ইউনিট।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ