উপজেলায় বিউটি পারলার করবে সরকার
আলোকিত রাঙামাটি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১

দেশে বিউটি পারলার বা সৌন্দর্যচর্চা সেবাকেন্দ্র বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফলে রাজধানী ও বিভাগীয় শহরগুলো ছাড়িয়ে জেলা–উপজেলা পর্যায়েও গড়ে উঠছে বিউটি পারলার। সরকারও এই খাতকে বিকশিত করতে চায়। তাই নতুন নারী উদ্যোক্তা তৈরির জন্য দেশের ৮০টি উপজেলায় বিউটি পারলার স্থাপন করে দেবে।
জানা গেছে, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়াতে ৪৪১ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে, যেটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়ন করবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রকল্পটির আওতায় বিউটি পারলারের পাশাপাশি সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের জন্য ৮০টি ফুড কর্নারও করে দেওয়া হবে। নির্বাচিত ৮০টি উপজেলায় নারীদের জন্য স্থাপন করা হবে বিক্রয় ও প্রদর্শনীকেন্দ্র।
যেসব নারী জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছেন এবং ভবিষ্যতে প্রশিক্ষণ নেবেন, তাঁদেরকেই বিউটি পারলার, ফুড কর্নার ও বিক্রয়কেন্দ্র করে দেওয়া হবে। ৫ থেকে ১০ জন মিলে একেকটি বিউটি পারলার পরিচালনা করবেন। একই পদ্ধতিতে পরিচালিত হবে ফুড কর্নার ও বিক্রয়কেন্দ্র। তাঁদের এককালীন টাকা দেবে সরকার। একই সঙ্গে বিউটি পারলার সাজাতে যেসব উপকরণ প্রয়োজন হয়, সেসবও সরবরাহ করা হবে। তবে বিউটি পারলার, ফুড কর্নার এবং বিক্রয় ও প্রদর্শনীকেন্দ্র ভাড়া নিতে হবে নারী উদ্যোক্তাদের।
পরীক্ষামূলকভাবে দেশে ১৪টি বিউটি পারলার স্থাপন করে সফলতা পাওয়ার পর নতুন করে আরও ৮০টি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব তৈরি করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
প্রকল্প তৈরির প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় অনেক কম। তাই আমরা কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে চাই। একজন নারী যাতে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন, সে জন্য আমরা তাঁকে প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করব।’
জাতীয় মহিলা সংস্থার তথ্য বলছে, এই প্রকল্পের আওতায় সারা দেশ থেকে ২ লাখ ৫৬ হাজার নারী বাছাই করে তাঁদের ছয় মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন একজন নারী প্রশিক্ষণার্থীকে দেড় শ টাকা করে দেওয়া হবে। কারা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পাবেন, তার মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণির কম পড়ালেখা এমন কেউ এই প্রশিক্ষণ পাবেন না। এসএসসি ও এইচএসসি পাস অনেক নারী এই সংস্থা থেকে প্রশিক্ষণ নিচ্ছেন।
জানতে চাইলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি হাসিনা নেওয়াজ প্রথম আলোকে বলেন, বিউটি পারলার ও ফুড কর্নার দেশে বেশ জনপ্রিয়। তবে বিউটি পারলারে নারীদের অংশগ্রহণ যতটা, ফুড কর্নারে ততটা নয়। সরকার যদি নারী উদ্যোক্তাদের জন্য বিউটি পারলার ও ফুড কর্নার করে দেয়, সেটা অবশ্যই ভালো উদ্যোগ। তবে শুধু বিউটি পারলার ও ফুড কর্নার করে দিলেই হবে না, নারী উদ্যোক্তাদের ব্যাংক ঋণের ব্যবস্থাও করে দিতে হবে। কারণ, নতুন উদ্যোক্তাদের ব্যাংকে যাতায়াত নেই। তাই তাঁদের পক্ষে ঋণ পাওয়া কঠিন।
অতিরিক্ত সচিব আনোয়ারা বেগমও বলছেন, ব্যবসা করতে গিয়ে নারী উদ্যোক্তাদের হয়রানিতে পড়তে হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে সমস্যা হয়। অনেকে পণ্য বিপণনের পদ্ধতি জানেন না। অনেকে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের পদ্ধতিও জানেন না। প্রশিক্ষণে এসব বিষয় শেখানো হবে।
জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তারা বলছেন, এর আগে নারী উদ্যোক্তাদের জন্য নেওয়া প্রকল্পে ইতিবাচক ফল মিলেছে। আগে জেলা পর্যায়ে সরকারের এই কার্যক্রম থাকলেও সেটি এখন উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে অপেক্ষাকৃত দরিদ্র নারীরাও অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে পারেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের আলোকে অপেক্ষাকৃত দরিদ্র এমন ৮০টি উপজেলা বাছাই করা হয়েছে এই প্রকল্পের জন্য। এর মধ্যে কয়েকটি হলো ঢাকার সাভার, মানিকগঞ্জের ঘিওর, নরসিংদীর রায়পুরা, গাজীপুরের কালিগঞ্জ ও নীলফামারীর ডিমলা। প্রকল্পটি অনুমোদন পেলে আগামী ২০২৫ সাল নাগাদ এটি বাস্তবায়ন করা হবে।
এ প্রকল্পের আওতায় আট কোটি টাকা খরচ ধরা হয়েছে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ, শিক্ষা ভ্রমণ ও বৈদেশিক প্রশিক্ষণ খাতে। চলমান করোনার অতিমারির বিষয়টি বিবেচনায় নিয়ে ভ্রমণ খাতে আট কোটি টাকা বাদ দিতে বলেছে পরিকল্পনা কমিশন। পরে পরিস্থিতি অনুকূলে হলে বিদেশ ভ্রমণ করা যেতে পারে বলে মনে করে কমিশন।
এদিকে জাতীয় মহিলা সংস্থার তথ্য বলছে, নতুন নেওয়া প্রকল্পটির আওতায় নারী উদ্যোক্তারা যাতে তাঁদের উৎপাদিত পণ্য সহজে বিপণন করতে পারেন, সে জন্য একটি ক্রয়–বিক্রয় সফটওয়্যার তৈরি করা হবে। এ ছাড়া জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে এখন পর্যন্ত কতসংখ্যক সুবিধাবঞ্চিত নারী প্রশিক্ষণ নিয়েছেন, প্রকল্পটির আওতায় এর একটি ডেটাবেইস সফটওয়্যার তৈরি করা হবে। তবে এ প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত এবং নারী উদ্যোক্তা বাছাইয়ে যথাযথ প্রক্রিয়া যাতে অনুসরণ করা হয়, সেই তাগিদ দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়।

- রাঙামাটির বিলাইছড়িতে আগ্নেয়াস্ত্রসহ ৭ সন্ত্রাসী গ্রেপ্তার
- মেয়র পদে ৫, কাউন্সিলর ৪৩ ও কাউন্সিলার ২০ প্রার্থীর মনোনয়ন জমা
- তামাকের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান রাঙামাটি জেলা প্রশাসকের
- রাঙামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- ৩ সন্তান প্রতিবন্ধী, স্ত্রী পাগল ও অসুস্থ মাকে নিয়ে মানবেতর জীবন
- জঙ্গিবাদের শেষ শেকড় উপড়ে ফেলতে চাই: আইজিপি
- লেভেল ক্রসিংয়ে আর মৃত্যু নয়
- পথচারীদের হাঁটাকে সহজ করে দিচ্ছে ডিএনসিসি
- আরেকটি স্বপ্ন পূরণের পথে
- ‘২০২১ সালে ৯০ ভাগ সরকারি সেবা ডিজিটালাইজড করা হবে’
- প্রধানমন্ত্রীকে নিয়ে আয়োজিত প্রদর্শনী দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- পৌর ভোটের মাঠচিত্র
নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগ - ভিক্ষাবৃত্তি ছেড়ে ওজন মাপার যন্ত্রে সাবলম্বী হওয়ার চেষ্টা
- কাপ্তাই উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাঈন উদ্দীনকে অব্যাহতি
- কাপ্তাইয়ে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় ও বরণ সংবর্ধনা
- কারিগরি শিক্ষায় ভাতের অভাব হয় না : প্রতিমন্ত্রী ফরহাদ
- ২০২১ সালের মধ্যে আইসিটিতে ২০ লাখ মানুষের কর্মসংস্থান হবে
- ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আরো পরিচ্ছন্ন-স্মার্ট হবে’
- তিন হাজার মিটার দৌড়ে ১৭ বছরের রেকর্ড ভাঙলেন রিংকি
- প্রধানমন্ত্রীকে নিয়ে শিল্পকর্ম প্রদর্শনীতে মার্কিন রাষ্ট্রদূত
- ৪৬ পৌরসভায় আওয়ামী লীগের জয়
- খাগড়াছড়িতে বর্তমান মেয়রকে হারালেন আওয়ামী লীগের নির্মলেন্দু চৌধুরী
- তিস্তা ব্যারাজের কমান্ড এলাকায় সেচ কার্যক্রম শুরু
- দুর্গম চরে আশার আলো
- অক্সিজেনের ন্যূনতম মূল্য ১০০-১২০ টাকা
- ব্রাহ্মণবাড়িয়ায় ১০৯১ গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার
- টিকা দেওয়ার ছক প্রস্তুত
- ‘কোথাও দুর্নীতি হলে রাষ্ট্রের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে’
- গোল্ড মেডেল পেলেন বিএসপিআই`র অধ্যক্ষ আব্দুল মতিন
- সাজেকে মাইক্রোবাস খাদে পড়ে সেনাবাহিনীর মেজরসহ গুরুতর আহত ৮
- বছরের প্রথম দিনেই রাঙামাটিতে আগুনে নিঃস্ব ৬ পরিবার
- ফলোআপ
কাউখালীর ঘাগড়ায় নিহত নারীর পরিচয় শনাক্ত - নিখোঁজের ১৯ দিন পর কলেজ ছাত্রী এপি চাকমাকে খুলশি থেকে উদ্ধার
- দৃষ্টিনন্দন করা হচ্ছে রাঙামাটি-কাপ্তাই আসামবস্তী সড়ক
- বাঘাইছড়িতে পাহাড়ি আঞ্চলিক তিন দলের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ
- রাঙামাটিতে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- সাজেকে সেনা চেক পোস্টে অস্ত্রসহ ইউপিডিএফ’র ৪ সন্ত্রাসী আটক
- রিছাং ঝর্ণায় পা পিছলে প্রাণ গেল দুই পর্যটকের
- খাগড়াছড়ি সীমান্তে বস্তাভর্তি ১৪০ কচ্ছপ উদ্ধার
- বাঘাইছড়িতে ট্রাক চাপায় অজ্ঞাতনামা নারী নিহত
- তিন দিনে ৩০০ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিবে ১০০ সাইক্লিস্ট
- ‘ফুলের রশি’ দিয়ে গাড়ি টেনে রাঙামাটির পুলিশ সুপারকে বিদায়
- গণমাধ্যমের কণ্ঠরোধ চেষ্টার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
- রাঙামাটির কুতুকছড়িতে বেইলী ব্রিজ ভেঙে নিহত ৩
- কাপ্তাইয়ে কুকুরের আক্রমণে হরিণের মৃত্যু
- কাউখালীতে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার
- গণমাধ্যমের ক্ষোভ
‘স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ’ বলছেন বিশিষ্টজনরা - ভদন্ত তিলোকানন্দ মহাস্থবিরের ৮৩তম জন্মদিনে ভক্তকূলের গাড়ী উপহার
- রাজস্থলীতে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
- ‘যারা দেশের উন্নয়নে খুশি হতে পারেনা, তারা পাহাড়ে শান্তি চায় না’















