রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৫:৫৯, ৩১ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে কোচ ও ক্রিকেটার নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের ক্রিকেটের উন্নয়নের জন্য অনেকদিন ধরে তারা বিভিন্ন দেশ থেকে ক্রিকেটার নিচ্ছে। সেই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ইউএসএ ক্রিকেটের প্রতিনিধি হাসান তারেক ইতোমধ্যে আলোচনা করেছেন।

ক্রিকেটার ও কোচের পাশাপাশি বাংলাদেশের কিউরেটরও নিতে চায় যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে বয়সভিত্তিক ক্রিকেট সিরিজ আয়োজনেও আগ্রহী তারা।

বাংলাদেশি বংশোদ্ভূত তারেক যুক্তরাষ্ট্রের ক্রিকেটে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, ‘১৯ থেকে ২৬ বছরের ক্রিকেটারদের নেওয়া আমাদের প্রাথমিক লক্ষ্য। বাইরে থেকে ক্রিকেটার আনার পর ৩০ মাস লাগবে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার অনুমতি পেতে।’ উন্মুখ চাঁদ, সামি আসলাম, কোরি অ্যান্ডারসনের মতো অনেক ক্রিকেটার নিজ দেশের জাতীয় দলে উপেক্ষিত হওয়ার পর থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে।

একইভাবে বাংলাদেশ থেকেও ঝরে পড়া ক্রিকেটারদের আশ্রয় দিতে চায় যুক্তরাষ্ট্র। তারেক বলেন, ‘সবে শুরু হয়েছে এই প্রক্রিয়া। ভবিষ্যতে আরও গভীর হবে। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিস্তার ঘটলে বৈশ্বিক ক্রিকেটের জন্যই তা লাভজনক হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের চাহিদা কীভাবে মেটাতে পারি, সেই ভাবনা মাথায় রেখে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। বিসিবি আমাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।’

ইউএসএ ক্রিকেটের প্রতিনিধির সঙ্গে আলোচনা নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি ইতিবাচক হিসাবে নিয়েছি। আইসিসি আমেরিকা অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে। যেহেতু আমেরিকান ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হয়ে একজন এসেছেন, আমরা তার কথা শুনেছি। আমাদের দিক থেকে যদি সহযোগিতা করার কোনো সুযোগ থাকে, আমরা অবশ্যই করব। একইসঙ্গে আমাদেরও কিছু প্রস্তাব তাদের জানিয়েছি। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।’

আলোকিত রাঙামাটি

সর্বশেষ