রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১৫, ১ জানুয়ারি ২০২২

রাঙামাটিতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাঙামাটিতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারনে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ অনেকদুর এগিয়ে গেছে। বছরের প্রথম দিনই শিশুদের হাতে নতুন বই তুলে দিতে পারা বর্তমান সরকারের একটি বিরাট সফলতা।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি গোধূলী আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারী বই বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অংসুইপ্রু চৌধুরী আরো বলেন, প্রাথমিক স্তরের শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরতে হবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার মাধ্যমে আমাদের সুশিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গৌধূলী আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার রবিউল হোসেন, স্কুলের প্রধান শিক্ষক হাসিনা বেগম, স্কুল পরিচালনা কমিটির সদস্য শহীদুল আলম স্বপন প্রমূখ।

রাঙামাটি জেলা শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন জানান, ২০২২ শিক্ষাবর্ষে এবার প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণী পর্যন্ত রাঙামাটির ১০টি উপজেলায় ৮৫ হাজার ২৮ জন শিক্ষার্থীকে ৩ লক্ষ ৭৯ হাজার ৯ শত ১টি বই বিতরণ করা হবে।

রাঙামাটিসহ উপজেলার স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন স্কুলে শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয় বলে জানান তিনি।

আলোকিত রাঙামাটি