রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ১৭:৪০, ২৩ জানুয়ারি ২০২২

রাঙামাটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ সমূহে অসমাপ্ত কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রধানদের তাগিত

রাঙামাটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ সমূহে অসমাপ্ত কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রধানদের তাগিত
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

ওমিক্রন দেশকে কোন দিকে নিয়ে যায় তা বলা যাচ্ছে না। তাই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যাবস্থা কার্যক্রম এগিয়ে নিতে আরো কিছু পদক্ষেপ ও বিকল্প প্রদ্ধতি গ্রহণ করতে শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এছাড়া রাঙামাটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ সমূহে অসমাপ্ত কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রধানদের তাগিত দিয়েছেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি বলেন, নতুন প্রকল্প গ্রহণের আগেই যাতে চলমান কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।

রবিবার (২৩ জানুয়ারী) রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন।

সভায় রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাাঙমাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোঃ শিবলী নোমান, রাাঙমাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটি জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ প্রধানরা স্ব-স্ব প্রতিষ্ঠানের তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সর্বশেষ