রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:১৯, ২৭ জানুয়ারি ২০২২

চন্দ্রঘোনায় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চন্দ্রঘোনায় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
কাপ্তাই থানার আয়োজনে ১নং চন্দ্রঘোনা ইউপি কার্যালয়ে বিট পুলিশিং সভায় অতিথিবৃন্দ

কাপ্তাই থানার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এক সম্প্রীতি সমাবেশ, নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ওপেন হাউজ ডে এবং বিট পুলিশিং সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা ১নং বিটের বিট কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক এতে সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাপ্তাই থানার ওসি কাজী জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আক্তার হোসেন, থানার এসআই আশরাফ। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সমাবেশ, ওপেন হাউজ ডে এবং বিট পুলিশিং সমাবেশে বক্তারা বলেন, কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট "ওমিক্রন" সংক্রমণ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে মাস্ক ব্যবহার করতে হবে। কেউ যেন উসকানিমূলক কর্মকান্ডে না জড়ায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া, নারী নির্যাতন প্রতিরোধে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন।

সম্পর্কিত বিষয়: