রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

প্রকাশিত: ১৬:২৫, ৬ ফেব্রুয়ারি ২০২২

মূলঃ দ্য ড্রিমস, লেখক নাগিব মাহফুজ

সার্কাস

সার্কাস
প্রতীকী ছবি

উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলাম। হঠাৎ খুব অদ্ভুত একটা দৃশ্যের মুখোমুখি হলাম। এমন দৃশ্যের কথা আমি কল্পনাও করিনি। প্রতিবার পা ফেলতেই আমার সামনের সড়ক বদলে গিয়ে সার্কাসের রূপ নিচ্ছিল। আমার চারপাশের দেয়াল, বিল্ডিং, গাড়ি এবং পথচারী – সবকিছুই অদৃশ্য হয়ে যাচ্ছিল। মুহূর্তের ভেতরে।

তাদের বদলে সেখানে দৃশ্যমান হচ্ছিল বিশাল একটি ঘূর্ণমান লাটিম। সেটির গা থেকে রশি দিয়ে বাধা অনেকগুলো আসন ঝুলছিল। উপর থেকে নিচে। স্তরে স্তরে। আসনগুলো ভর্তি ছিল ঝুলন্ত দোলনা ও পশুর খাঁচা দিয়ে। সেগুলোতে অভিনেতা, অ্যাক্রোব্যাট, পেশীওয়ালা মানুষ, এমনকি ভাঁড়ও ছিল।

প্রথমে আমি এতটাই খুশি হলাম যে, আনন্দে উড়তে লাগলাম। আমি সড়ক পরিবর্তন করে অন্য সড়কে গেলাম। কিন্তু সেখানেও এই অলৌকিক ঘটনা বারবার ঘটতে লাগল। কিন্তু এক সময়ে মন থেকে আমার আনন্দ দূর হয়ে গেল। বিরক্তি বাড়তে লাগল। আমি হাঁটা ও চারদিকে তাকানো বন্ধ করে দিলাম। আমার খুব ইচ্ছে করল বাড়িতে ফিরে যেতে।

ভাবতেই পরিচিত পৃথিবী আমার সামনে এসে দাঁড়াল। আমার মন খুশি হয়ে উঠল। আমি ভাবলাম যে, খুব তাড়াতাড়িই মনের শান্তি ফিরে পাবো। কিন্তু দরজা খুলতেই দেখতে পেলাম যে, সেখানেও ভাঁড়েরা ফিকফিক করে হাসছে। আমাকে স্বাগত জানানোর জন্য।

জনপ্রিয়