রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:০২, ৩ আগস্ট ২০২২

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নশিপ

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
ফাইল ছবি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে একের পর এক জয় দিয়ে যেন উড়ছে বাংলাদেশ। এখন পর্যন্ত সব ম্যাচ জিতেই ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের ছেলেরা। 

ফাইনালে যুবাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেই পেলো বাংলাদেশ। 

মঙ্গলবার নেপালের বিপক্ষে ড্র করে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপরেই খেলা ছিল ভারত ও মালদ্বীপের। সে ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় ভারত।

বাংলাদেশ শ্রীলংকা, ভারত ও মালদ্বীপকে হারিয়ে এবং নেপালের বিপক্ষে ড্র করে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠে। ১ পয়েন্ট কম নিয়ে ভারত ফাইনালে উঠলো ৯ পয়েন্ট নিয়ে। 

আগামী ৫ আগস্ট ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে টিম বাংলাদেশ ও ভারত।