রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:২৮, ১৪ আগস্ট ২০২২

​​​​​​​রাঙামাটিকে অসাম্প্রদায়িক অঞ্চলে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য: দীপংকর

​​​​​​​রাঙামাটিকে অসাম্প্রদায়িক অঞ্চলে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য: দীপংকর

সকল সম্প্রদায়ের সমন্বয়ের মাধ্যমে পার্বত্য রাঙামাটিকে একটি অসাম্প্রদায়িক অঞ্চলে রূপান্তর করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় দীপংকর তালুকদারের বাস ভবনে আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটির সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

এ সময় রাঙামাটি জেলা বারের সাবেক সভাপতি ও রাাঙমাটির বিশিষ্ট সনাতনী দুলাল সরকার, রাঙামাটি জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, জেলা পরিষদের সাবেক সদস্য ও রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ত্রিদীব কান্তি দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটির সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, বিশিষ্ট সমাজ সেবক অমলেন্দু, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ রনজিত কুমার নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীপংকর তালুকদার বলেন, নিজ সম্প্রদায়ের মাঝে বিভক্তি কখনোই ভালো নয়। ভগবান শ্রী কৃষ্ণ সব সময় অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তার আদর্শ বুকে ধারণ করে সকল সনাতনীকে একত্রিত হয়ে সমাজ গঠনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে এগিয়ে আসার আহবান জানান।

সভায় বিভিন্ন মঠ মন্দিরের প্রতিনিধি, রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সনাতন যুব পরিষদসহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।