রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:১১, ১৫ আগস্ট ২০২২

সাজেকে বিনামূল্যে বিজিবি’র খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ

সাজেকে বিনামূল্যে বিজিবি’র খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় অর্ধশতাধিক পাহাড়ি ও বাঙালী অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বিনামূল্য চিকিৎসা এবং ঔষধ বিতরণ করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।

সোমবার (১৫ই আগস্ট) সকাল ৯টায় বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ত্রাণ সামগ্রী ও ঔষধ বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়েনের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান (পিএসসি)।

৫৪ বিজিবির মেডিকেল অফিসার কেপ্টেন মোহাম্মদ আশরাফুল আলম (এএমসি) এর নেতৃত্বে মেডিকেল টিম পরিচালিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, ৪নং ওয়াডের মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জুয়েলসহ বিজিবি’র সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়। বিজিবি’র এটি একটি চলমান পক্রিয়া। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়