রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১০:৩০, ৬ অক্টোবর ২০২২

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ: বীর বাহাদুর উশৈসিং

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ: বীর বাহাদুর উশৈসিং
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং- ফাইল ফটো

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সব মানুষ একে অপরের পরিপূরক। এ দেশে সবাই আনন্দচিত্তে ধর্মীয় উৎসব পালন করছেন।

বুধবার (৫ অক্টোবর) বান্দরবান সদরে দুর্গাপূজার বিজয়া দশমী অনুষ্ঠান পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

বীর বাহাদুর উশৈসিং সারাদেশে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদেরকেও ধন্যবাদ জানান।

পার্বত্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব, বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব, মুসলমানদের ধর্মীয় উৎসব, খ্রিষ্টান সম্প্রদায়সহ অন্যান্য সব ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এ সময় তিনি সবস্তরের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়