রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিউজ ডেষ্ক:-

প্রকাশিত: ১৭:৩১, ১৬ এপ্রিল ২০১৯

এখনো অচেতন সুবীর নন্দী

এখনো অচেতন সুবীর নন্দী

সিএমএইচে লাইফ সাপোর্টে  রয়েছেন থাকা জাতীয় পুরষ্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। ৪১ ঘন্টা লাইফ সাপোর্টে থাকার পরও তার শারিরীক অবস্থা অপরিবর্তীত রয়েছে। তিনি এখনো অচেতন, সবকিছু চলছে কৃত্রিম উপায়ে।

মঙ্গলবার দুপুরে এই শিল্পীকে সিএমএইচ এ দেখে এসে এসব কথা জানান তার জামাতা ড. রাজেশ সিকদার।

রবিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সিলেট থেকে ঢাকায় ফেরার সময় ট্রেনে অসুস্থ হয়ে পরেন তিনি। সেখান থেকে রাত ১১টার দিকে তাঁকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পরই থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে গুনী এই সঙ্গীতশিল্পীকে। 

এর আগে সোমবার আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, হাসপাতালে আনার পর সুবীর নন্দীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এখন লাইফ সাপোর্টে আছেন। তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেয়া হচ্ছে। ৭২ ঘণ্টা পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বলা যাবে।

রোমান্টিক থেকে বিরহ, দেশাত্মবোধক কিংবা শাস্ত্রীয় সঙ্গীত। কণ্ঠের মুন্সিয়ানায় তার প্রতিটি গান হয়েছে অনন্য। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে সুবীর নন্দী কণ্ঠ দিয়েছেন আড়াই হাজারের বেশি গানে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি সঙ্গীতে বিশেষ অবদানে চলতি বছর পেয়েছেন একুশে পদক।  

আলোকিত রাঙামাটি

সর্বশেষ