রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩৬, ২৭ মে ২০২২

বাঘাইছড়িতে ফলমূল ও শিক্ষা উপকরণ নিয়ে এতিম শিশুদের পাশে উপজেলা চেয়ারম্যান

বাঘাইছড়িতে ফলমূল ও শিক্ষা উপকরণ নিয়ে এতিম শিশুদের পাশে উপজেলা চেয়ারম্যান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বায়তুশ শরফ এতিম খানা ও মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ ও উন্নত মানের ফলমূল প্রদান করেছেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।

শুক্রবার (২৭ মে) জুমার নামাজের পর বাঘাইছড়ি বায়তুশ শরফ এতিম খানার শিশুদের জন্য উন্নত ফলমূল ও শিক্ষা উপকরণ নিয়ে হাজির হন তিনি।

এ সময় কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত এতিম শিশুদের পাশে দাঁড়ানোর। এতিমরা আমাদের সম্পদ, সঠিক পরিচর্যা পেলে এরাও সমাজ ও দেশের কাজে নিজের উৎসর্গ করতে জানে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়