রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৫০, ৩০ নভেম্বর ২০২২

বাঘাইছড়িতে সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৫ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ

বাঘাইছড়িতে সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৫ লাখ ৫৭ হাজার টাকা বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা থেকে মাঝিপাড়া ১৫ কিলোমিটার নতুন সীমান্ত সড়ক তৈরি করছে সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। সড়ক তৈরিতে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে প্রাথমিক পর্যায়ে ১৫ লাখ ৫৭ হাজার ৪৭০ টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় ২৭ বিজিবি মারিশ্যা জোন সদরে এসব টাকা বিতরণ করা হয়।

এ সময় বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ এসজিপি পদাতিক, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর ক্যাপ্টেন আল নাহিয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এ সময় ক্ষতি পূরণের টাকা বিতরণের পাশাপাশি মারিশ্যা জোনের পক্ষ থেকে  শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়