রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৩

কাপ্তাই লেকে অবৈধ দখল বন্ধে বাঘাইছড়িতে প্রশাসনের দিনভর অভিযান 

কাপ্তাই লেকে অবৈধ দখল বন্ধে বাঘাইছড়িতে প্রশাসনের দিনভর অভিযান 

রাঙামাটির বাঘাইছড়িতে কাপ্তাই লেকের কাচালং নদীর অংশে অবৈধ দখল বন্ধে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন দিনব্যাপী অভিযান চালিয়েছে। 

মহামান্য হাইকোর্ট এর আদেশ বাস্তবায়নের লক্ষে বুধবার (১ লা ফেব্রুয়ারী) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার।
এ সময় বাঘাইছড়ি থানার ওসি শাহাদাৎ হোসেনস, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, ‘মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের দায়ের করা রিট পিটিশন এর ফলে রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশক্রমে আজকে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মাহিল্লা, কালাপাকুইজ্জা, পাবলাখালী, হোসেন পুর এলাকায় কাপ্তাই লেকের অংশে অভিযান পরিচালনা করা হয়। কেউ যাতে নতুন করে কোন ধরনের অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে তার জন্য নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এ আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় অর্ধশতাধিক অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।’

জনপ্রিয়