বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী আটক
বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
প্রকাশিত: ১৬:৫৯, ২২ মে ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ খাঁজা (৪৫) নামে এক চিহৃত মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
রবিবার (২১ মে) রাতে হাজিপাড়া মোড় থেকে তাকে আটক করে পুলিশ।
আটক খাঁজা মাদ্রাসা পাড়া এলাকার মৃত সুরত আলীর ছেলে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদাৎ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক খাঁজা চিহ্নিত একজন মাদক কারবারী তার নামে বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এর আগে ৩০০ পিচ ইয়াবাসহ তার স্ত্রীকে আটক করে কোর্টে পাঠায় বাঘাইছড়ি থানার পুলিশ। জামিনে বের হয়ে এসে আবারো সে একই কাজে জড়িয়ে পড়ে।
মন্তব্য করুন: