বরকলে শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও সুদ মুক্ত ঋণ বিতরণ
রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-
আপডেট: ১৬:৫০, ১১ এপ্রিল ২০২২

রাঙামাটির বরকল উপজেলা সমাজ সেবা কর্তৃক শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) বরকল উপজেলা কমপ্লেক্সে শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে মোট ২৩ লক্ষ ৮৬ হাজার টাকার অনুদান ও ঋণের চেক তুলে দেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা।
এ সময় বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ বজলুল করিম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯৮ জন দুস্থ ও অসহায় পরিবার, ৯৮ শিক্ষার্থী ৬ লক্ষ ৮৬ হাজার, পল্লী সমাজ সেবা ও পল্লী মাতৃকেন্দ্র খাতে ৮৪ জনকে ১৬ লক্ষ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
মন্তব্য করুন: