• রাঙামাটি

  •  শনিবার, মার্চ ২৫, ২০২৩

রাঙ্গামাটি

বিলাইছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

 আপডেট: ১৫:০৬, ৮ মার্চ ২০২৩

বিলাইছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

রাঙামাটির বিলাইছড়িতে দুর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ধূপশীল আর্মি ক্যাম্পে বিলাইছড়ি জোন এর নেতৃত্বে মেডিক্যাল অফিসার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে ৯৩ জন দুঃস্থ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তা প্রদান এবং ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগিতায় এলাকার জনগণ অত্যন্ত খুশি এবং তারা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে বিলাইছড়ি জোনের পক্ষ হতে বলা হয়, “বিলাইছড়ি জোন তার সর্বোচ্চ প্রচেষ্ঠা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর এবং দূর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল ধরণের কার্যক্রম বিলাইছড়ি জোন সর্বদা পাশে থাকবে। ভবিষ্যতে বিলাইছড়ি জোনের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়”।

মন্তব্য করুন: