রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৪৯, ২৬ জুন ২০২১

রাঙামাটিতে করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে জরুরী সভা 

রাঙামাটিতে করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে জরুরী সভা 
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে জেলা প্রশাসনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে (২৭ জুন) রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসাসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা প্রমুখ।

উক্ত জরুরী সভায় করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন কার্যক্রম সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

আলোকিত রাঙামাটি