রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:২৪, ২৭ জুন ২০২১

রাঙামাটিতে স্বাস্থ্যবিধি না মানলে জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিসি

রাঙামাটিতে স্বাস্থ্যবিধি না মানলে জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিসি
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটি শহরের স্বাস্থ্যবিধি না মানলে আগামীকাল থেকে জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

রবিবার (২৭ জুন) সকালে জেলা সদরের বনরুপা বাজার, বিএম শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এ কথা বলেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো: আবু সৈয়দসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য জেলার গুরুত্বপূর্ণ বাজার, মার্কেটসহ বিভিন্ন স্থানে শতাধিক মানুষকে মাস্ক বিতরণ করেন রাঙামাটি জেলা প্রশাসন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ