রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:৫১, ২৮ জুন ২০২১

করোনাভাইরাস: রাঙামাটিতে ১ম দিনের মতো চলছে লকডাউন 

করোনাভাইরাস: রাঙামাটিতে ১ম দিনের মতো চলছে লকডাউন 
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন ও শপিংমল বন্ধ রেখে এবং অফিস-আদালতে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়ে সীমিত পরিসরে রাঙামাটিতে শুরু হয়েছে লকডাউন।

সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহলের মাধ্যমে লকডাউন কার্যকর করতে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে।

বনরুপা বাজারসহ বিভিন্নস্থান ঘুরে দেখা যায়, পণ্যবাহী যানবাহন এবং মোটরসাইকেল ব্যতীত সকল গণপরিবহন বন্ধ রয়েছে। শপিংমলগুলোতে তালা ঝুলছে আর সকল গণপরিবহণ বন্ধ রয়েছে। 

এদিকে, জেলা প্রশাসন থেকে জনসাধারণকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য মাইকিং করে সর্তক করা হচ্ছে। করোনার সচেতনতা বৃদ্ধি ও সরকারি আইন অমান্যকারীদের শাস্তি প্রদানের জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

আলোকিত রাঙামাটি