রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:২৫, ৬ জুলাই ২০২১

রাঙামাটিতে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী

রাঙামাটিতে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ষষ্ঠ দিন চলছে আজ। কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে মঙ্গলবার ষষ্ঠ দিনেও রাঙামাটি জেলা প্রশাসন কে সহায়তা করতে মাঠে তৎপর রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। রাঙামাটির বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন তারা।

রাঙামাটি জেলা প্রশাসনের ৫টি মোবাইল টিম শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন এবং জনগণকে সচেতন করে তুলতে মাইকিং করেন।

এদিকে, রাঙামাটি জেলা প্রশাসকের নেতৃত্বে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়। রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার, জোবায়ের হাসান শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এছাড়া যারা রাস্তায় ঘোরাঘুরি করছে তাদের বাড়ীঘরে ফিরে যেতে নির্দেশনা প্রদান করেন।

আলোকিত রাঙামাটি