রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:২৮, ১৪ জুলাই ২০২১

লকডাউন: রাঙামাটিতে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন স্থানে জরিমানা

লকডাউন: রাঙামাটিতে স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন স্থানে জরিমানা
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে ১৪তম দিনের লকডাউন চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১৪ জুলাই) সকাল থেকে রাঙামাটির বিভিন্ন সড়কে ও অল-গলিতে রাঙামাটি জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। তবে রাঙামাটির মানুষের মাঝে সচেতনতা নেই বললেই চলে। প্রধান সড়কসহ বিভিন্ন অলি গুলোতে মানুষের অভাব নেই।

রাঙামাটি জেলা প্রশাসনের ৫টি মোবাইল টিম সহ শহরের ১০টি স্থানে পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া  বিভিন্ন এলাকায় পরিদর্শন করে এবং জনগণকে সচেতন করে তুলতে মাইকিং করছে ভ্রাম্যমান আদালত। রাঙামাটির বাজারগুলোতে মোবাইল কোর্টের অভিযানে বেশ কয়েকজনকে জরিমানা করা হয়।

আলোকিত রাঙামাটি