রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৩৬, ১৬ জুলাই ২০২১

করোনা যুদ্ধে জয়ী হতে হলে সকলকে সচেতন হতে হবে: দীপংকর তালুকদার

করোনা যুদ্ধে জয়ী হতে হলে সকলকে সচেতন হতে হবে: দীপংকর তালুকদার
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- করোনা একটি যুদ্ধ। অন্যান্য যুদ্ধে শত্রুকে দেখা গেলেও করোনার এ শত্রুকে আমরা চোখে না দেখে যুদ্ধ করছি। তিনি করোনা সংক্রমণ যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনা প্রতিরোধ করি, করোনা কে না বলি, জীবনকে হ্যাঁ বলি, মাস্ক পরি জীবন বাচাই এই প্রতিপাদ্যে শুক্রবার (১৬ জুলাই) সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে এফবিসিসিআই কতৃর্ক কোভিড- ১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং সংসদ সদস্য দীপংকর  তালুকদার এমপি এ কথা বলেন।

এ সময় রাঙামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চেম্বারের সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক হাজী কামাল উদ্দিন, হারুন অর রশিদ মাতব্বর, মোঃ নিজাম উদ্দিন, নেছার আহমেদ, মনিরুজ্জামান মহসিন রানা, জহির উদ্দিন চৌধুরী, আবুল মনসুর ওবাইদুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

রাঙামাটির ৬টি বাজার ব্যবসায়ী সমিতি, ১৬টি মসজিদ, ০৩টি বৌদ্ধ বিহার, ০২টি মন্দির, আসবাবপত্র ব্যবসায়ী সমিতি, রাঙামাটি ডায়াবেটিক সমিতি, জেলার বিভিন্ন প্রসাশনের কাছে ২৫,০০০ পিস মাস্ক বিতরণ করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়