রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:২৫, ২৪ জুলাই ২০২১

লকডাউনের ২য় দিনে ফাঁকা রাঙামাটি শহর, কঠোর অবস্থানে প্রশাসন

লকডাউনের ২য় দিনে ফাঁকা রাঙামাটি শহর, কঠোর অবস্থানে প্রশাসন
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- সরকারের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে আজ সকাল থেকে রাঙামাটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাঙামাটি জেলা প্রশাসন। রাঙামাটি শহরের প্রবেশপথ সহ বিভিন্ন পয়েন্টে পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নজরদারী লক্ষ্য করা গেছে। 

লকডাউনের কারনে রাঙামাটি শহরের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রাঙামাটি লকডাউন সফল করতে জেলা প্রশাসনের ৩টি মোবাইল টিম শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন। 

শহরের দোয়েল চত্বর এলাকায় মোবাইল কোর্টের একটি টিম যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে লাইসেন্স চেক করতে দেখা গেছে। প্রয়োজনীয় কাজ ছাড়া যানবাহন চলাচল করতে দিচ্ছে না।

লকডাউনের কারণে সাধারণ মানুষের চলাচলও কমে গেছে। বন্ধ রয়েছে শপিংমলসহ সকল মার্কেট। কাঁচা বাজার ও মুদি দোকানগুলোতে কিছু মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।

আলোকিত রাঙামাটি