রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৫৬, ৮ আগস্ট ২০২১

গণটিকা কার্যক্রম: রাঙামাটিতে প্রথম দিনে টিকা নিলেন ২৬৫৯১ জন

গণটিকা কার্যক্রম: রাঙামাটিতে প্রথম দিনে টিকা নিলেন ২৬৫৯১ জন
রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- সারাদেশের ন্যায় রাঙামাটির ৫০টি ইউনিয়ন এবং রাঙামাটি ও বাঘাইছড়ি দুটি পৌরসভাসহ মোট গণটিকা কার্যক্রমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ২ শত। এর মধ্যে বিলাইছড়ি উপজেলার দূর্গম বড়থলী ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিচালনা করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। তবে প্রথম দিনে রাঙামাটির ৪৯টি ইউনিয়নে প্রথম ডোজ নিয়েছেন ২৬ হাজার ৫ শত ৯১ জন। ২৫ বছরের উর্ধ্বের নারী ও পুরুষ এই টিকা গ্রহণ করেছেন।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, রবিবার (৮ আগস্ট) সকাল থেকে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দূর্গম যেসব ইউনিয়ন রয়েছে সেখানে যেতে আমাদের সময় লেগে যাওয়ার কারণে কিছু সংখ্যক মানুষ কে গণটিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। এর মধ্যে দুর্গম মৈদং, দুমদুম্যা এবং সাজেকও আছে। আগামী মঙ্গলবার (১০ আগস্ট) বাকী ১টি দূর্গম বড়থলী ইউনিয়নে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হবে বলে তিনি জানান।
 

আলোকিত রাঙামাটি