রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৩৫, ১৬ আগস্ট ২০২১

রাঙামাটিতে সুবিধা বঞ্চিতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা বিতরণ

রাঙামাটিতে সুবিধা বঞ্চিতদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা বিতরণ
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটি পৌরসভা এলাকায় পাহাড়ি ও বাঙালি সুবিধা বঞ্চিত মানুষের সেবায় ত্রাণ সামগ্রী  বিতরণ করেছে রাঙামাটি সেনা রিজিয়ন।

সোমবার (১৬ আগস্ট) সকালে ভেদভেদি টেনিস কোর্ট মাঠ এলাকায় রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ও সদর জোনের ব্যবস্থাপনায় শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন শাদমানুর রহমান অর্ণব।

তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় অসহায় জনগণের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি পৌরসভা এলাকার পাহাড়ি ও বাঙ্গালী অসহায় ও সুবিধা বঞ্চিত এবং ভূমি ধ্বসে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেক পরিবারের মাঝে চাল ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ৩ কেজি, লবণ ১ কেজি সহ নিত্য প্র‍য়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়