রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৫৯, ৭ জানুয়ারি ২০২২

আপডেট: ১৭:৩৯, ২৩ জানুয়ারি ২০২২

কাপ্তাই হ্রদে শব্দ দূষণ রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

কাপ্তাই হ্রদে শব্দ দূষণ রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

কাপ্তাই হ্রদে শব্দ দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন মিঠুর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে সাউন্ড সিস্টেম বাজিয়ে শব্দ দূষণের অভিযোগে তিনটা বোট চালককে জরিমানা করা হয়। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদা আকতারের নেতৃত্বে হ্রদে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় লাউড স্পিকার এবং সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গান বাজনা বাজানোর জন্য কয়েকজন কে অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মোঃ বোরহান উদ্দিন মিঠু জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুটো টিম সকালে হ্রদে পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিকেলেও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে তিনি জানান। ভবিষ্যতে এ ধরনের অভিযানের মাধ্যমে আরো কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়