রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

ইয়াসিন রানা সোহেল

প্রকাশিত: ১৪:২৫, ২৫ জানুয়ারি ২০২২

আপডেট: ১৪:৪৭, ২৫ জানুয়ারি ২০২২

রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ

করোনা ভাইরাস আপডেটঃ

রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

পার্বত্য জেলা রাঙামাটিতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘন্টায় রাঙামাটি জেলায় ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়; এর মধ্যে ৯৩টি পিসিআর ও ৯২ এন্টিজেন নমুনা পরীক্ষায় ৭৫ জনের নমুনায় কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নতুন সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৪৫, রাজস্থলী ২, বাঘাইছড়ি ৬, বিলাইছড়ি ৬, জুরাছড়ি ২, কাপ্তাই ৮, লংগদু ৩, নানিয়ারচর ২ ও কাউখালী উপজেলায় ১ একজন। এছাড়াও জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজন আইসোলেশনে আছেন।

এদিকে, রাঙামটি জেলায় এ পর্যন্ত ৪ লাখ ১০ হাজার ৭৩৪ জনকে করোনার প্রথম ডোজ; ৩ লাখ ৩ হাজার ২৩ জনকে দ্বিতীয় ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।

অপরদিকে, জেলা প্রশাসন রাঙামাটিবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রাখার পাশাপাশি শহরে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।