রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ২০:৩৬, ২৮ জানুয়ারি ২০২২

আপডেট: ১৮:০৫, ৩১ জানুয়ারি ২০২২

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২১ জন আক্রান্ত, সুস্থ ৩

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২১ জন আক্রান্ত, সুস্থ ৩
ফাইল ছবি 

রাঙামাটিতে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও ২১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাঙামাটিতে করোনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০ জনে।

শুক্রবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় রাঙামাটি সিভিল সার্জন অফিসের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে আরোও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়; এর মধ্যে ৪২টি পিসিআর ও ২৪ এন্টিজেন নমুনা পরীক্ষায় ২১ জনের নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। নতুন সংক্রমিতদের মধ্যে পিসিআর টেস্টে সদর উপজেলায় ১৫ জন, বিলাইছড়ি উপজেলায় ০১ জন, নানিয়ারচর উপজেলায় ০৩ জন এবং এন্টিজেন টেস্টে সদর উপজেলায় ০২ জন, বাঘাইছড়িতে ০১ জনসহ মোট ২১ আক্রান্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত রাঙামাটিতে মোট সুস্থ হয়েছেন ৪,২৫৬ জন।

অপরদিকে, রাঙামাটি জেলা প্রশাসন রাঙামাটিবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রাখার পাশাপাশি শহরে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।