রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:২০, ১৫ মে ২০২২

আপডেট: ১৮:২২, ১৫ মে ২০২২

যথাযথ মর্যাদায় রাঙামাটির বিভিন্ন বিহারে বুদ্ধ পূর্ণিমা পালিত

যথাযথ মর্যাদায় রাঙামাটির বিভিন্ন বিহারে বুদ্ধ পূর্ণিমা পালিত

ভগবান বুদ্ধের জন্ম তিথি উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে আজ রাঙামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রাঙামাটির বিভিন্ন বিহারে বুদ্ধ পূজা, পিন্ডদান, প্রাতঃরাশ, অষ্টপরিস্কার দান, সংঘদান, বুদ্ধমুর্তিদান, প্রদীপ পূজা সহ দিনব্যাপী কর্মসূচী পালিত হয়। 

এ উপলক্ষে রবিবার ১৫ মে সকালে নানিয়ারচরে রত্নাংকুর বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মীয় অনুষ্ঠানে দায়ক দায়িকার উদেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙামাটি সাপছড়ি ফুরমোন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভীগো ভান্তে মহাস্থবীর ও রত্নাংকুর বৌদ্ধ বিহারে অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির। 

ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা । এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য  ইলিপন চাকিমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী চাকমাসহ পুজনীয় ভিক্ষু সংঘ  ও দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার দায়ক দায়িকা অংশগ্রহণ করেন।


এদিকে, বুদ্ধের অহিংসা বাণী উপলব্দী ধারন করে পার্বত্য অঞ্চলের তথা সমাজের কলুষিত মুক্ত করতে হবে বলে মন্তব্য করছেন রাঙ্গামাটি পার্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। রবিবার ১৫ মে ভেদভেদী সংঘারাম বৌদ্ধ বিহারে শুভ বৈশাখী পুর্নিমা (বুদ্ধ পুর্নিমা) উপলক্ষে আয়োজিত পুরষ্কার বিতরণী ও ধর্মালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় মঙ্গলাচরণ পাঠ সহ পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান ও নানাবিধ দানানুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ