রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:১১, ২৫ মে ২০২২

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাবে রাঙামাটির প্রায় ৮২ হাজার শিশু

ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাবে রাঙামাটির প্রায় ৮২ হাজার শিশু

রাঙামাটিতে ৮১,৬৭৬ জন শিশুকে  ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে রাঙামাটিতে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশনে এই তথ্য জানানো হয়।

বুধবার (২৫ মে) বিকেল ৩টায় রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশসভা অনুষ্ঠিত হয়।রাঙামাটি জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ আরেফিন আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দৈনিক গিরিদর্পণের সম্পাদক এ কে এম মকছুদ আহমদ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,  রিপোর্টার্স ইউনিটির সভাপতি  সুশীল প্রসাদ চাকমা, ডাঃ ইমরুল হাসান প্রমূখ।

আগামী ৪-৭ জুন অনুষ্ঠিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এবার রাঙামাটির ১০ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে মোট ৯,২৫২ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ৭২,৪২৫ জনসহ সর্বমোট ৮১,৬৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ আরেফিন আজিম।