রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:২৯, ২৯ জুন ২০২২

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি অহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরুন কুমার দত্ত প্রমুখ।

সভায় আসন্ন ঈদুল আযহায় কুরবানীর পশু যাতে যথাযথ স্থানে অর্থাৎ শহরের পৌর ট্রাক টার্মিনালে হাটের মাধ্যমে সুষ্ঠভাবে বিক্রয় এবং  কুরবানী পরবর্তী পশুর বর্জ্য অপসারণে রাঙামাটি পৌরসভাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আহবান জানানো হয়। আরো সকলের প্রতি আহবান জানানো হয় যে, পশুর বর্জ্য যাতে কাপ্তাই লেকে কোনো ভাবে ফেলা না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে বলা হয়।

সর্বশেষ

জনপ্রিয়