রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২২

রাঙামাটিতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাঙামাটিতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাঙামাটিতে নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ এর সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টম্বর) বিকালে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, পার্বত্য জেলা রাঙামাটি পর্যটন নগরী। এখানে সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে, তাই পর্যটকদের নিরাপত্তা জন্য আমরা কাজ করবো। মাদক নিয়ে জিরো টলারেন্সে আমরা থাকবো। কোন ভাবে মাদক সহ্য করা হবে না।

সাইবার ক্রাইম সম্পর্কে পুলিশ সুপার বলেন, যারা সাইবার ক্রাইম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যে সকল নারী সাইবার ক্রাইমে ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে সহযোগিতার জন্য আমরা বিশেষ ভাবে কাজ করবো এবং পার্বত্য জেলার সড়ক যেন নিরাপদ ও সুশৃঙ্খল থাকে সে বিষয়ে কাজ করবো।

নবাগত পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, রাঙামাটি জেলা ও জেলার মানুষের জন্য আমরা কাজ করতে চাই। কাজের মধ্যে দিয়ে আমাদের সেবা পৌঁছে দিতে চাই এবং কাজের মধ্যদিয়ে নাম রেখে যেতে চাই।

মতবিনিময় সভায় জেলা পুলিশের কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।