রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৪:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২২

কাপ্তাই হ্রদ তীরবর্তী ২১ শিক্ষা প্রতিষ্ঠানে সোলার চালিত নৌকা বিতরণ

কাপ্তাই হ্রদ তীরবর্তী ২১ শিক্ষা প্রতিষ্ঠানে সোলার চালিত নৌকা বিতরণ

রাঙামাটি জেলায় কাপ্তাই হ্রদ তীরবর্তী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে সোলার চালিত বোট বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের চন্দ্রিমা রেস্টুরেন্টের হলরুমে ইউএনডিপি’র অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে এসব সোলার চালিত বোট বিতরণ করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে সোলার চালিত বোট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, প্রিয় নন্দ চাকমা, ইউএনডিপি কর্মকর্তা ঐশর্য চাকমা, ঝুমা দেওয়ান প্রমুখ।

সর্বশেষ