রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ২১:৫৬, ৪ অক্টোবর ২০২২

৭ ঘন্টা বন্ধ থাকার পর রাঙামাটি শহরে আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু

৭ ঘন্টা বন্ধ থাকার পর রাঙামাটি শহরে আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু

রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে। এতে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আরো ১টি ইউনিট চালুর অপেক্ষায় রয়েছে। এতে আরো ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে এবং তা জাতীয় গ্রীডে সরবরাহ হচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এ কথা জানিয়েছেন। 

তিনি জানান, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ৯৬ এম এস এল রয়েছে। জাতীয় গ্রীডে ত্রুটির কারণে মঙ্গলবার দুপুর থেকে রাঙামাটি জেলায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ৯টায় ৭ ঘন্টা বন্ধ থাকার পর রাঙামাটি শহরে আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু হয়।

জনপ্রিয়