রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:০৯, ৬ ডিসেম্বর ২০২২

রাঙামাটিতে ভুয়া এনজিও’র দুই কর্মী আটক

রাঙামাটিতে ভুয়া এনজিও’র দুই কর্মী আটক

রাঙামাটি শহর থেকে ভুয়া এনজিও’র দুইজন কর্মীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার (৫ নভেম্বর) বিকালে শহরের কল্যাণপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এ এনজিও কর্মীদের দ্বারা প্রতারিত হওয়া ভুক্তিভোগীরা অভিযোগ করলে রাঙামাটির জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটসহ কোতয়ালি থানা পুলিশ অভিযান চালালে এরা যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কথিত একাউন্টটিং অফিসার কুমিল্লার বাসিন্দা আয়েত আলীর ছেলে মোঃ নাসির উদ্দিন (৪৩) এবং কথিত অডিট অফিসার সাতক্ষিরার বাসিন্দা মোঃ নফুর সরদারের ছেলে মোঃ মোজাম্মেল হক (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, ভুয়া নামের এক এনজিওর মাধ্যমে প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে আমরা ম্যাজিস্ট্রেটসহ একটি অভিযান পরিচালনা করি। অভিযানের সময় আটককৃতরা যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি। তারা যে প্রতারণা করছে তা নিশ্চিত হয়ে দুইজন কে আমরা আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।