রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১১:৩৯, ২১ জানুয়ারি ২০২৩

রাঙামাটিতে ১১ মামলার আসামি গ্রেফতার

রাঙামাটিতে ১১ মামলার আসামি গ্রেফতার

রাঙামাটিতে মো. কামাল হোসেন (টুকুন) (৩৫) নামে এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কোতয়ালী থানার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

গ্রেফতারকৃত চোর নোয়াখালী জেলার সোনাইমুড়ী এলাকার বাসিন্দা মো. মফিজ উল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি শহরের তবলছড়ির এডিসি কলোনীতে অভিযান চালিয়ে মো. কামাল হোসেন (টুকুন) গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫টি চোরাইকৃত মোবাইল, ১টি ট্যাব, স্বর্ণের কানের দুল এবং প্রায় নগদ ৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে নোয়াখালী জেলায় অস্ত্র, মাদক এবং চোরাকারবারিসহ ১১টি মামলা রয়েছে এবং তিনি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়