রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৪২, ১ ফেব্রুয়ারি ২০২৩

কাপ্তাই হ্রদকে অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

কাপ্তাই হ্রদকে অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

কাপ্তাই হ্রদকে অবৈধ দখলমুক্ত করতে রাঙামাটি জেলা প্রশাসন উচ্ছেদ অভিযানে নেমেছে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে এই অভিযান শুরু হয়েছে। নির্দেশনা হাতে পেয়েই কাপ্তাই হ্রদ দখল মুক্ত করতে সাঁড়াশি অভিযান শুরু করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্পটে হ্রদের তীরে দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় প্রশাসন। শহরের আসামবস্তি, বাস টার্মিনালসহ আরো বেশকিছু স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্রায় দশটি ঘর ও দোকান ভেঙ্গে দেয়া হয়। তবে এ সময় বাধার মুখে পড়ে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের টিম। উচ্চ আদালতের নির্দেশে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়