• রাঙামাটি

  •  সোমবার, জুন ৫, ২০২৩

নগর জুড়ে

রাঙামাটিতে চুরি হওয়া ২০ মোবাইল উদ্ধার করলো পুলিশ

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

 আপডেট: ১৬:০৬, ১৬ মে ২০২৩

রাঙামাটিতে চুরি হওয়া ২০ মোবাইল উদ্ধার করলো পুলিশ

চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা।


রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা হতে চুরি হওয়া ২০টি মোবাইল উদ্ধার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সকালে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে উদ্বারকৃত মোবাইল হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম শাহ ইমরান।

তিনি বলেন, রাঙামাটিতে সাইবার ইউনিট চালু হওয়ার কারণে আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসা চুরি যাওয়া মোবাইল উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আজ আমরা ২০টি মোবাইল যাচাই-বাছাই করে মালিকের হাতে তুলে দিচ্ছি। মোবাইল ব্যবহারকারী সকলের কাছে আহবান আপনারা যাচাই-বাছাই ছাড়া বা কোন প্রকার মেমো ছাড়া পুরনো বা সেকেন্ডহ্যান্ড মোবাইল কেনা থেকে বিরত থাকতে বলেন।

উল্লেখ্য, উদ্ধারকৃত ২০টি মোবাইল ফোনের মুল্য প্রায় ৪ লক্ষ টাকা।

মন্তব্য করুন: