রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২১

১ কোটি ৪২ লাখ মানুষ দ্বিতীয় ডোজের আওতায়

১ কোটি ৪২ লাখ মানুষ দ্বিতীয় ডোজের আওতায়

দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪২ লাখের বেশি মানুষ। ছবি: সংগৃহীত


দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৭৭৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৪২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি বলা হয় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার সর্বোমোট ৪ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ টিকা দেশে এসেছে। এর মধ্যে ৩ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ৭১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৮৭ লাখ ৫০ হাজার ৩৬৫ ডোজ টিকা মজুত আছে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৫৪৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ২৯৬ জনকে। এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ১৫ হাজার ৯৭৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৬ হাজার ৬২৩ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ২৩১ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৫৬৬ জনকে। তবে আজ ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ২৬৯ জন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়