রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ০৯:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২১

ফাইজারের আরো ২৫ লাখ টিকা আসছে রাতে

ফাইজারের আরো ২৫ লাখ টিকা আসছে রাতে

ফাইল ছবি


টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ফাইজারের আরো ২৫ লাখ ডোজ টিকা আজ রাতে দেশে আসছে।

এসব টিকা সোমবার রাত সোয়া ১০টার দিকে ন্যাশনাল এয়ারলাইন্স কার্গো বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান,  ২৫ লাখ ডোজ টিকা সোমবার রাতে দেশে এসে পৌঁছাবে। 

তিনি জানান, টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। আজ আরো ২৫ লাখ ডোজ আসলে এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে আসবে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ