রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:৪২, ১৮ অক্টোবর ২০২১

টিকা দিতে চীন থেকে ৯ কোটি সিরিঞ্জ কিনছে সরকার

টিকা দিতে চীন থেকে ৯ কোটি সিরিঞ্জ কিনছে সরকার

ফাইল ছবি


করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দিতে জরুরি ভিত্তিতে ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, আজ বৈঠকে চীন থেকে করোনার টিকা দিতে জরুরি ভিত্তিতে ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চীন ছাড়া এই মুহূর্তে এই বিপুলসংখ্যক সিরিঞ্জ সাপ্লাই দেওয়ার মতো কারো ক্যাপাসিটি নেই।

সরাসরি ক্রয় পদ্ধতিতে যাওয়ার যুক্তি হিসেবে তিনি বলেন, এর মাধ্যমে ক্রয়ের সময়সীমা সংক্ষিপ্ত করা যায়। একদিকে করোনা নিয়ন্ত্রণ করতে হচ্ছে। অন্যদিকে টিকা চলে আসবে কিন্তু সিরিঞ্জ না থাকলে টিকা দেওয়া যাবে না। সেজন্যই সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হচ্ছে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়