রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:৫০, ১৮ অক্টোবর ২০২১

বিএসএমএমইউ`র হেলথ কার্ড উদ্বোধন ২৩ বছর পর এ পদক্ষেপ

বিএসএমএমইউ`র হেলথ কার্ড উদ্বোধন ২৩ বছর পর এ পদক্ষেপ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রতিষ্ঠার ২৩ বছর পর প্রথমবারের মতো চিকিৎসাসেবা বইয়ের (হেলথ কার্ড) উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় এ বস্নক অডিটরিয়ামে হেলথ কার্ডের উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এর ফলে বিএসএমএমইউয়ে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। হেলথ কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের পরিবারের সদস্যরা (মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান) নিয়ম অনুযায়ী চিকিৎসাসেবা পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, হেলথ কার্ড চালুর মাধ্যমে নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সবাই চিকিৎসাসেবা পাবেন। প্রত্যেকে যাতে জটিলতা এড়িয়ে সহজভাবে চিকিৎসাসেবা পায় তা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুলস্নাহ সিকদার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম সালেক, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, উপাচার্যের পিএস-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, উপ-রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী বিএসএমএমইউ'র পরিচালক মোস্তাফিজুর রহমান জুয়েল।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়