রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:০৬, ২৪ নভেম্বর ২০২১

‘মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শনে সারাদেশে ২১ মহাসমাবেশ হবে’

‘মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শনে সারাদেশে ২১ মহাসমাবেশ হবে’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক- ফাইল ফটো


বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন করতে সারাদেশে ২১টি মহাসমাবেশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পর্যায়ে ঘুরে ঘুরে বিভিন্ন স্থানের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এজন্য মন্ত্রণালয় সারাদেশে ২১টি মহাসমাবেশ করবে। আগামী ২৬ নভেম্বর থেকে দিনাজপুরে উপ-আঞ্চলিক মহাসমাবেশের মধ্য দিয়ে তা শুরু হবে।

পুলিশের ছুটি বাতিল ও দেশে রেড এলার্ড জারি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, পুলিশের ছুটি বাতিলের সিদ্ধান্ত কেবিনেট থেকে আসে। এখন কোথাও কোথাও নির্বাচন হচ্ছে। ওইসব এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ছুটি বাতিল হওয়া স্বাভাবিক। আর রেড এলার্ট জারির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়