রাঙামাটি । মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:২৮, ২৭ নভেম্বর ২০২১

মধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

মধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

ফাইল ফটো


তৃতীয় ধাপে সারাদেশে এক হাজার ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, শুক্রবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে ২৯ নভেম্বর (সোমবার) মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক নির্দেশনা বাস্তবায়নে সহায়তা করবে।

২৭ নভেম্বর (শনিবার) মধ্যরাত (রাত ১২টা) থেকে ২৮ নভেম্বর (রোববার) মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত যন্ত্রচালিত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে সাংবাদিক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবায় নিয়োজিতদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এরই মধ্যে চার ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে কমিশন। এর মধ্যে প্রথম ধাপে ৩৬৯ ও দ্বিতীয় ধাপে ৮৩৩ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৪০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপের তফসিল এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়